Geography, asked by chhanda100, 11 months ago

পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী গুলির নাম কি​

Answers

Answered by Manjula29
5

Some rivers from west bengal, who are fed by tidal water, are here:---

Matla

Piyali

Kalindi

Ichhamati

Raimangal.

Answered by Anonymous
5

পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট কয়েকটি নদীর নাম হল -

১) মাতলা।

২) কালিন্দী।

৩) ইছামতি।

৪) রায়মঙ্গল।

এবং আরো অন্যান্য।

• এই সকল নদীর জলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত এবং জোয়ার। সেই জন্য গ্রীষ্মকালে এই সকল নদীর জল অনেকাংশেই শুকিয়ে যায়।

• যেহেতু জলের প্রধান উৎস হয়ে খুব একটা শক্তিশালী নয় তাই এই সকল নদীর প্রবাহ খুব একটা বিস্তৃত নয়।

• এই নদীর আশেপাশে অঞ্চলের জলের অন্যতম প্রধান উৎস হিসেবে এই নদীগুলি কাজ করে থাকে।

Similar questions