Biology, asked by samim1232, 1 year ago

। ডারউইনবাদ অনুযায়ী জীবন সংগ্রাম ব্যাখ্যা করাে।​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

উত্তর : স্বাভাবিক অবস্থায়, জীবের অকল্পনীয় সংখ্যায় বংশবৃদ্ধি পেতে পারে না। কিন্তু দেখা যায় যে, নানা অবস্থার মধ্যে কোনও প্রজাতির অন্তর্গত জীবদের সংখ্যা মোটামুটি একই থাকে। বেঁচে থাকার পক্ষে নানারকম বাধার জন্যই এরকম হয়। সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার প্রয়োজনে প্রতিটি জীবকে খাদ্য, আশ্রয় ইত্যাদির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। বেঁচে থাকার জন্য এই সংগ্রামকে বলা হয় জীবন-সংগ্রাম (Struggle for existence)।

জীবন-সংগ্রাম আবার তিন ধরনের।

যেমন—

অন্তঃপ্রজাতি সংগ্রাম,

অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং

পরিবেশের সঙ্গে সংগ্রাম।

Similar questions