History, asked by alokaroy512, 1 year ago

জেনমি বিরোধী আন্দোলন বলতে বোঝায়​

Answers

Answered by Swarup1998
7

জেনমি বিরোধী আন্দোলন

  • জেনমি: 'জেনমি' শব্দটি কেরালার জমিদারদের বোঝাতে ব্যবহার করা হয়। নাম্বুদিরি, আম্বালাবাসি ও নায়ার জাতিরই হতো বেশিরভাগ জমিদার। মালাবারের সবচেয়ে প্রভাবশালী জমিদার ভেঙ্গায়িল নায়ানারের প্রায় দুই লক্ষ একর জমিদারী ছিল।

  • জেনমি বিরোধী আন্দোলন: কেরালার বিভিন্ন জায়গায় এই জেনমিদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এটিই জেনমি বিরোধী আন্দোলন নামে পরিচিত।

  • এর মধ্যে ১৮৫২ -এর মাট্টান্নুর ঘটনা, ১৯৪০ -এর কায়্যুর ঘটনা ও ১৯৪৮ -এর কোরম ঘটনা খুবই উল্লেখযোগ্য।
Similar questions