History, asked by tapanmahatab, 1 year ago

প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব​

Answers

Answered by HanitaHImesh
3

• প্রতিবছর ২৬ শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

• ১৯৩৫ সালের ভারত সরকারের আইনের পরিবর্তন ঘটিয়ে ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর করা হয়।১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয় এবং তা ঠিক দুই মাস পর ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি কার্যকর হয়।সেই দিন থেকে ভারতবর্ষ পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীন দেশ হিসাবে পরিগণিত হয়ে আসছে। এই দিনকে তাই পূর্ণ স্বরাজ দিবস হিসাবেও পালন করা হয়। তাই স্বাভাবিকভাবেই এটা বলাই যায় যে এই ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি দিনটি থেকে ভারতবাসীরা অনুমোদিত সংবিধান অনুযায়ী এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে।

Similar questions