Sociology, asked by rajabhossain2019, 11 months ago

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটায়

Answers

Answered by pritamuday67
0

Explanation:

jjbhjbctfdej Hf fdyhb

Answered by HanitaHImesh
0

•দেশপ্রেম হলো কোন ব্যক্তির তার জন্মভূমির প্রতি নিঃস্বার্থ টান ভালোবাসা বা প্রেম। একজন ব্যক্তি যখন তার দেশের মঙ্গলার্থে নিজের সবটুকু নির্দ্বিধায় দান করতে প্রস্তুত হয় তখনই তাকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়। আর যে ব্যক্তির তার দেশের প্রতি ভালোবাসা নেই অর্থাৎ এটাই স্বাভাবিক যে ওই ব্যক্তি দেশের বিভিন্ন মঙ্গল জনক কাজের বিরোধিতা করে থাকবেন অর্থাৎ তার ভাগ্যে জুটবে দুর্নীতিগ্রস্তের তকমা ‌।

• অপরদিকে মূল্যবোধ হলো কোন ব্যক্তির জন্ম থেকে অর্জিত একটি গান যা সে তার পরিবারবর্গ মা-বাবা এবং সমাজের কাছ থেকে ক্রমান্বয়ে অর্জন করে আসছেন এবং ভবিষ্যতে অর্জন করবেন। তাই অর্জিত জ্ঞানের কোন রকম ত্রুটি থাকলে অর্থাৎ সঠিক মূল্যবোধের বিকাশ না ঘটলে ওই ব্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্নীতিগ্রস্থ হয়ে উঠবেন

এভাবে মূল্যবোধ আর দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে থাকে।

Similar questions