স্বাধীনতা সমাস নির্ণয় করো
Answers
Answered by
5
স্বাধীনতা দিবস = স্বাধীনতা অর্জনের স্মরণে পালিত দিবস।
সঠিক প্রশ্ন: 'স্বাধীনতা দিবস' সমাস নির্ণয় করো।
উত্তর:
স্বাধীনতা দিবস
= স্বাধীনতা লাভের স্মরণে পালিত দিবস
এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী কর্মধারয় সমাস - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের অন্তর্গত মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে।
- যেমন - ঘৃত মিশ্রিত অন্ন = ঘৃতান্ন; পল মিশ্রিত অন্ন = পলান্ন; সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
আরও প্রশ্ন:
'পলান্ন' শব্দটির সমাস লেখ। - https://brainly.in/question/14820666
Similar questions