History, asked by biswasrfi, 9 months ago

কলকাতা সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়​

Answers

Answered by Anonymous
2

Answer:

The Supreme Court of Judicature at Fort William, Calcutta (Kolkata) was founded in 1774 by the Regulating Act of 1773. It replaced the Mayor's Court of Calcutta and was British India's highest court from 1774 until 1862, when the High Court of Calcutta was established by the Indian High Courts Act 1861.

Answered by Anonymous
0
ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা ভারতের সুপ্রিম কোর্ট (ইংরেজি: Supreme Court of India) হল ভারতের সর্বোচ্চ বিচারবিভাগীয় অধিকরণ ও ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ আপিল আদালত এবং সর্বোচ্চ সাংবিধানিক আদালত। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সাংবিধানিক পর্যালোচনার অধিকারপ্রাপ্ত।[১]

প্রতিষ্ঠাকাল১ অক্টোবর, ১৯৩৭
(ফেডেরাল কোর্ট অফ ইন্ডিয়া)
২৮ জানুয়ারি, ১৯৫০
(ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়)অধিক্ষেত্রভারতঅবস্থানভগবান দাস রোড, নতুন দিল্লি, ভারত – ১১০ ০০১স্থানাঙ্ক২৮.৬২২২৩৭° উত্তর ৭৭.২৩৯৫৮৪° পূর্বপ্রণয়ন পদ্ধতিকলেজিয়াম ব্যবস্থাঅনুমোদনকর্তাভারতের সংবিধানবিচারকের মেয়াদ৬৫ বছর বয়সপদের সংখ্যা৩৪ (৩৩+১)তথ্যক্ষেত্রsupremecourtofindia.nic.inযতো ধর্মস্ততো জয়ঃ॥ (यतो धर्मस्ततो जयः॥)
যেখানে ধর্ম সেখানে জয়সম্প্রতিজে এস কেহর

ভারতের প্রধান বিচারপতি ও অপর ৩০ জন বিচারপতিকে নিয়ে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় গঠিত। এটির মৌলিক, আপিল ও উপদেষ্টা এক্তিয়ার রয়েছে।

দেশের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় প্রাথমিকভাবে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ ন্যায়ালয় ও অন্যান্য আদালত ও ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে।

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য প্রসারিত মৌলিক এক্তিয়ার সর্বোচ্চ ন্যায়ালয়ের রয়েছে। ভারতের বিভিন্ন সরকারগুলির অভ্যন্তরীণ বিবাদ নিরসণের জন্যও এই আদালত কাজ করে। উপদেষ্টা আদালত হিসেবে সর্বোচ্চ ন্যায়ালয় ভারতের রাষ্ট্রপতি কর্তৃক বিশেষত সংবিধানের অধীনস্থ বিষয়গুলির শুনানি গ্রহণ করে। আবার কেউ এই আদালতের দৃষ্টি আকর্ষণ না করলেও, এটি নিজে থেকে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ (বা ‘সুয়ো মোটো’) করতে পারে। কলকাতায় বিচারবিভাগীয় প্রশাসন পরিচালনার জন্য প্রথম এই আদালত গঠিত হয়েছিল।

সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত আইন ভারতের সকল আদালত মেনে চলতে বাধ্য।[২]..

(^O^)❤HOPE IT HELPS YOU..,.❤
(^O^)❤MARK ME AS BRAINLIEST AND ALSO FOLLOW ME❤
Similar questions