Geography, asked by samsurjamanmallick69, 11 months ago

ভারতের রুটির ঝুড়ি কাকে বলে

Answers

Answered by disha632
5

Answer:

প্রেইরি অঞ্চল কে ভারতের রুটির ঝুড়ি বলা হয়

Answered by barkinkar
1

পাঞ্জাব

ভারতের পাঞ্জাব -কে ভারতের রুটির ঝুড়ি বলা হয়।

আরও তথ্য :

  • পাঞ্জাব হলো ভারতের অন্যতম কৃষিনির্ভর রাজ্য। উর্বর মৃত্তিকা ও অনুকূল আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণে খাদ্য শস্য চাষ করা হয়।

  • পাঞ্জাবের অন্যতম প্রধান খাদ্যশস্য গম এছাড়াও এখানে ধান, শাকসবজি ও অন্যান্য খাদ্য ফসল প্রচুর পরিমাণে চাষ করা।

  • ভারতের 19.5% গম ও 10.26% তুলা, এবং 11% চাল উৎপাদন করে এই রাজ্য।

#SPJ3

Similar questions