“নিউমিসমেটিকস” কি ?
Answers
নিউমিসমেটিকস্ (numismatics):
নিউমিসমেটিকস্ বলতে মুদ্রা, কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর যে পড়াশোনা তাকে বোঝায়। একজন নিউমিসমেটিস্ট ছিলেন - ওয়াল্টার হেনরি ব্রিন (জুনিয়র)।
সাধারণের উদ্দেশ্যে নিউমিসমেটিকস্ -এর বিভিন্ন প্রদর্শনী বিভিন্ন দেশের নানা জায়গায় রয়েছে। যেমন - আর্জেন্টিনার কাসা ডে মনেডা ডে লা রিপাব্লিকা আর্জেন্টিনা, আর্মেনিয়ার হিষ্ট্রি মিউজিয়াম অফ আর্মেনিয়া, ভারতবর্ষের নতুন দিল্লির ন্যাশনাল মিউজিয়াম প্রভৃতি।
আরও প্রশ্ন:
“প্রাক-ইতিহাস” কাকে বলে? “নিউমিসমেটিকস্ কি? অথবা জেমস মিল ইতিহাসের যুগ বিভাজন কিভাবে করেছেন? আবর্তনশীল সময়ের ধারণা (Cyclical Concept of Time)। ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে? অথবা “এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন ? কোন রােমান সম্রাট খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন? অথবা অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? - https://brainly.in/question/16094192