History, asked by armankhan32, 8 months ago

ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ?​

Answers

Answered by HanitaHImesh
1

•চন্দ্রগুপ্ত মৌর্য হলেন ভারতের প্রথম ঐতিহাসিক রাজা।

•যিনি মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা। ভারতের প্রথম রাজা হিসেবে তিনি প্রথম ভারতের প্রায় সমস্ত রাজ্য নিজের হস্তগত করতে সক্ষম হয়েছিলেন। এবং সেই সমস্ত রাজ্যকে একটি সাম্রাজ্যের আকার দিয়েছিলেন যার সীমানা ছিল আফগানিস্তান ও পার্শিয়া প্রান্ত অবদি প্রসারিত। এই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল ঐতিহাসিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ শাসনকাল হিসেবে বিবেচিত হয়। তাই চন্দ্রগুপ্ত মৌর্য কে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা রূপে অভিহিত করা হয়ে থাকে।

Similar questions