ই বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্র
“প্রাক-ইতিহাস” কাকে বলে ?
“নিউমিসমেটিকস্ কি ?
অথবা
জেমস মিল ইতিহাসের যুগ বিভাজন কিভাবে করেছেন ?
আবর্তনশীল সময়ের ধারণা (Cyclical Concept of ”
ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ?
অথবা
“এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন ?
কোন রােমান সম্রাট খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন ?
অথবা
অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
Answers
১। প্রাক-ইতিহাস >> প্রাক-ইতিহাস বলতে ইতিহাসের তথ্য লিখিত হওয়ার পূর্ববর্তী সময়ের ইতিহাসকে বোঝায়। আমাদের পৃথিবীতে প্রাণের স্পন্দন অনুভূত হওয়ার ঠিক পরের ইতিহাস এর অন্তর্গত।
২। নিউমিসমেটিকস্ >> নিউমিসমেটিকস্ বলতে মুদ্রা, কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর যে পড়াশোনা তাকে বোঝায়। একজন নিউমিসমেটিকস্ ছিলেন - ওয়াল্টার হেনরি ব্রিন (জুনিয়র)।
৩। জেমস মিলের ইতিহাসের যুগ বিভাজন >> জেমস মিল ইতিহাসের যুগকে চার ভাগে ভাগ করেছেন। যথা - প্রাচীন, ধ্রুপদী, মধ্যযুগীয় এবং আধুনিক যুগ।
৪। আবর্তনশীল সময়ের ধারণা >> হিন্দুধর্মে বা বৌদ্ধধর্মে সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই যুগগুলি আবর্তনশীল, অর্থাৎ চারটি যুগ পুনরায় বারংবার নতুন করে শুরু হবে।
৫। ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
৬। এলাহাবাদ প্রশস্তি >> সংস্কৃত কবি হরিষেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন।
৭। রোমান সম্রাট কনষ্টানটাইন দ্য গ্রেট বা কনষ্টানটাইন ১ খ্রিস্টধর্মে প্রথম রূপান্তরিত হন। তিনি মৃত্যুশয্যায় এই ধর্ম গ্রহণ করেছিলেন।
৮। ভ্লাদ দ্য ইমপেলার ছিলেন অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তিনি তিন দফায় মোট সাত বছর শাসক ছিলেন।
আরও প্রশ্নঃ
১। Who was Chandragupta Maurya?
- https://brainly.in/question/2950942
২। What is the importance of Allahabad prashasti?
-https://brainly.in/question/2981994