Geography, asked by napalbiswas13, 10 months ago

সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই জীবকূলের আবাসস্থল - বক্তব্য টির যথার্থতা বিচার করো?​

Answers

Answered by Fatimakincsem
20

होय, सौर मंडळाच्या इतर ग्रहांपैकी पृथ्वी हा एकमेव प्राणी आहे.

Explanation:

  • पाणी आणि हवा नसल्यामुळे इतर ग्रहांवर प्राणिमात्रांचे अस्तित्व अशक्य आहे.
  • आपल्या सौर यंत्रणेत काही ग्रह सूर्यप्रकाशाच्या जवळ असतात जे खूप गरम असतात आणि तापमान टिकून राहण्यासाठी खूप जास्त असते.
  • त्याचप्रमाणे काही ग्रह सूर्यापासून खूप दूर आहेत जिथे तापमान खूप कमी आहे आणि जीवन शक्य नाही.
  • पृथ्वी हा एकमेव असा ग्रह आहे जिथे तापमान मध्यम आणि जीवनासाठी योग्य आहे.
Answered by gourabbala06
103

Answer:

হ্যা

পুরো সৌরজগতে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জিবকুলের আবাসস্থল হিসাবে পৃথিবীর অত্যন্ত গুরুত্ব রয়েছে ।

(১) অনুকূল অবস্থান : পৃথিবী থেকে সূর্যের দুরত্ব প্রায় ১৫ কটি কিলোমিটার। ওই দূরত্বে পৃথিবী বুধ ,শুক্র গ্রহের মত উষ্ণ হতে পারেনা তম্নি বৃহস্পতি, নেপচুনের মত অত ঠান্ডা হয়ে পড়েনা । এই দূরত্বে পৃথিবী এর উষ্ণতা ১৫ ° সেলসিয়াস ।

(২) অনুকূল পরিবেশ : সূর্য থেকে প্রাপ্ত তাপের পরিমাণ পৃথিবীর প্রাণের সৃষ্টির , বেড়ে ওঠা , এবং বেঁচে থাকার জন্য আদর্শ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে।

(৩) পৃথিবীর আবর্তন গতি : পৃথিবী নিজের কক্ষপথে অক্ষের চারিদিকে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টায় এক বার আবর্তন করে , তাই সূর্যের তাপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে । পৃথিবীপৃষ্ঠের সর্বত্রই দিন ও রাত ঘটে । ফলে, তাপের স্যমতা বজায় থাকে যা প্রাণ সৃষ্টির সহায়ক ।

(৪) জলের প্রপ্যতা : পৃথিবীর তিন ভাগ জল যা সমুদ্র, নদী, নালা, হ্রদ, হিমবাহের মধ্যে কঠিন , তরল , গ্যাসীয় অবস্থায় সঞ্চিত রয়েছে । জল ই প্রাণের উৎস। জলছাড়া প্রাণ ধারণ অসম্ভব। জল দ্বারা উদ্ভিদ মাটি থেকে পুষ্টিরশ গ্রহণ করে খাদ্য তৈরি করে যা সমস্ত প্রাণী কুলের প্রাণের উৎস।

(৫) বায়ুমণ্ডলের উপস্থিতি : পৃথিবী পৃষ্ঠ থেকে ১৬০০ কিমি

ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে। এই বায়ুমণ্ডলে অবস্থিত ওজন স্তর (O 3) সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি থেকে জিবকুল কে রক্ষা করে এবং পৃথিবীর বিকিরিত তাপ শোষণ করে কম্বলের মত মুড়ে রাখে ফলে শীতকাল এবং রাত্রে পৃথিবীর উষ্ণতার মাত্রা সহনশীল থাকে । আবার বায়ুমণ্ডলে অবস্থিত অক্সিজেন (O 2) যা গ্রহণ করে সমস্ত জীবকুল প্রাণ ধারণ করে । অক্সিজেন এর উপস্থিতির কারণে আজ পৃথিবী তে প্রাণের সঞ্চার ঘটেছে ।

এই সকল কারন প্রমাণ করে পৃথিবী সৌরজগতের এক মাত্র গ্রহ যা সমস্ত জীবকুলের আবাসস্থল হিসাবে উপযোগ্য ।

Similar questions