Social Sciences, asked by evarakib6690, 9 months ago

সংস্কৃতির উপাদান গুলো পরিবর্তনের গতি এক নয়। ব্যাখ্যা কর​

Answers

Answered by masrafemomtaz221
38

সংস্কৃতির উপাদান গুলো জীবনযাত্রার মান উন্নয়নে এবং বিভিন্ন প্রয়োজনে পরিবর্তিত হয়।

কিন্তু সংস্কৃতির উপাদান গুলোর পরিবর্তনের গতি এক নয় কারণ বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তিত হতে পারে অবস্তুগত সংস্কৃতি ততো দ্রুত গতিতে পরিবর্তিত হতে পারে না ।

যেমনঃ

কোন নতুন প্রযুক্তি বা যন্ত্রপাতি আবিষ্কৃত হলে বা নতুন করে সংস্করণ করা হলে প্রথমে সেই প্রযুক্তি বা যন্ত্রটি সঠিকভাবে ব্যবহারের বা পরিচালনার নিয়ম জানতে হয়। যদি সেই নতুন উদ্ভাবিত বা সংস্করণ করা প্রযুক্তি বা যন্ত্রটি পরিচালনা বা নিয়ন্ত্রণের নিয়ম জানা না থাকে তাহলে সেটি সঠিকভাবে কাজে লাগানো যায় না।

এক্ষেত্রে বলা যায়, সেই যন্ত্রটি ব্যবহারের নিয়ম অবস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে এবং যন্ত্রটি বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে।

যন্ত্রটি উদ্ভাবন বা সৃষ্টি করার পর তা ব্যাপকভাবে ব্যবহৃত হাওয়ার জন্য বা দৈনন্দিন জীবনের একটি নিয়মিত অংশ হয়ে ওঠার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়।এই কিছুটা সময়ের প্রয়োজন অবস্তুগত সংস্কৃতির পরিবর্তনের ধীর গতিকে নির্দেশ করে ।

উপরোক্ত উদাহরণ থেকে বলা যায়, বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তিত হয় অবস্তুগত সংস্কৃতি দ্রুতগতিতে পরিবর্তিত হতে পারে না।

Similar questions