India Languages, asked by msabeshdutta, 9 months ago

সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন??অসুখী একজন​

Answers

Answered by TheRainbowQueen
19

Answer:

কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় সেই মেয়টি হলো শাশ্বত ভালোবাসার প্রতীক তাই বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে যখন সারা পৃথিবী ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে তখনও এই পৃথিবী থেকে শাশ্বত ভালোবাসা দেশপ্রেম ইত্যাদি মুছে যায়না । তাই সমগ্র ধ্বংসস্তূপের মধ্যেও বেঁচে থাকে সেই মেটি ।

Answered by Manjula29
6

অসুখী একজন ‘ কবিতাটি চিলিয়ান কবি পাবলো নেরুদা কর্তৃক রচিত, এই কবিতায় কথকের অপেক্ষায় দরজায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকা প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে । দেশে যখন যুদ্ধ বাধল তখন প্রচুর  ক্ষয়ক্ষতির হয়েছিল।যুদ্ধবিধ্বস্ত দেশ প্রতি দিন মরতে মরতে বেঁচে থাকে । কিন্তু মেয়েটির মৃত্যু হয় না ।প্রকৃত ভালোবাসার মৃত্যু হয় না , ভালবাসা অমর। কথকের জন্য অপেক্ষা করা মেয়েটির চরিত্রর মধ্য দিয়ে সমগ্র দেশ এর তথা মানবতার কথা বোঝানো হয়েছে।

সেই সময় বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজে । বাতাস বারুদের গন্ধে মাতোয়ারা,  যুদ্ধবাজ দেশগুলি মারণ - অস্ত্র নিয়ে এগিয়ে আসে । তাদের হাত থেকে শিশুরাও রক্ষা পায় না ।কবির উক্তি অনুযায়ী " যুদ্ধের বিধ্বংসী আগ্নেয় অস্ত্রে মন্দিরের দেবতা পর্যন্ত মন্দির থেকে বেরিয়ে আসে"।  ঘরবাড়ি মন্দির সবকিছু ভেঙে তছনছ হয়ে যায় ।সেই ধ্বংস স্তূপের মধ্যে তাঁর প্রিয়তমা অনন্ত প্রতীক্ষা নিয়ে বেঁচে থাকে, সে যেন হয়ে ওঠে একমাত্র প্রাণের প্রতীক।

Similar questions