Math, asked by arupmahato083, 9 months ago

উত্তর চাই-?

এক বুড়ির চার জামাই ছিল। এক বিকেলে চার জনই একসঙ্গে বুড়ির বাড়ীতে ঘুরতে এল। বুড়ি তাদের ডিনারের জন্যে কিছু লুচি ভাজল।
জামাইরা সন্ধাবেলা একটু পাড়া বেড়াতে বেড়িয়েছিল। ফিরে এসে জানাল ক্ষিদে নেই, বুড়ি তখন রান্নাঘরে ঝুড়ি চাপা দিয়ে লুচিগুলো রেখে দিল এবং বলল রাত্রে ক্ষিদে পেলে জামাইরা যেন খেয়ে নেয়।

সকলে ঘুমিয়ে পড়ার পরে একটু রাত হলে বড় জামাই প্রথম উঠে মোট লুচি চার ভাগ করে দেখল একটা বেশি হচ্ছে, সেটা ফেলে দিয়ে নিজের ভাগটা খেয়ে আবার শুয়ে পড়ল।

একটু পরে মেজ জামাই ঘুমথেকে উঠে একই ভাবে পড়ে থাকা লুচি চার ভাগে ভাগ করে নিজের ভাগ খেয়ে শুয়ে পড়ল।

কিছুক্ষণ পর সেজ জামাইও উঠে একই কাজ করল।

এদের প্রত্যেকেরই কিন্তু ভাগ করতে গিয়ে একটা করে লুচি বেশি হচ্ছিল এবং এক্সট্রা লুচিটা ফেলে দিচ্ছিল।

সকালে সবাই ঘুম থেকে উঠলে ছোটো জামাই অবশিষ্ট লুচি চার ভাগে ভাগ করে (এবারেও যথারীতি একটা বেশী লুচি ফেলে দিয়ে) সবাইকে দিল এবং বাকিরা প্রত্যেকেই রাতে লুচি খাবার কথা চেপেগিয়ে খেয়ে নিল।

*এখন প্রশ্ন বুড়ি মোট কত লুচি ভেজেছিল?*

* কোনো অন্যরকম কারিকুরি নেই। পুরো পাটিগণিত।​

Answers

Answered by muskan6655
1

Answer:

I think your answer is=

বুড়ি মোট 20 টি লুচি ভেজেছিল

Similar questions