Biology, asked by rameshmetla825, 10 months ago

হরমোন কাকে বলে ? এবং এর বৈশিষ্ট্য লেখো​

Answers

Answered by AvEn966
3

Answer:

অন্তঃস্রাবের গ্রন্থিগুলির প্রধান কাজ হ'ল হরমোনগুলি সরাসরি রক্ত প্রবাহে সঞ্চার করা। হরমোন এমন রাসায়নিক পদার্থ যা দেহের অন্য অংশের (টার্গেট সাইট) ক্রিয়াকলাপকে প্রভাবিত করে। সংক্ষেপে, হরমোনগুলি সারা শরীর জুড়ে ক্রিয়াকলাপ পরিচালনা এবং সমন্বয়কারী হিসাবে কাজ করে।

Answered by thakurshipra408
0

Answer:

হরমোন (Hormone) : যে জৈব রাসায়নিক পদার্থ কোন নির্দিষ্ট অনাল বা অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহতরল ( রক্ত, লসিকা ) এর মাধ্যমে বাহিত হয়ে প্রধানত দূরবর্তী কোন অঞ্চলের লক্ষ্যকোশে পৌঁছায় এবং কোশগুলোর নির্দিষ্ট ক্রিয়া-কলাপ নিয়ন্ত্রণের দ্বারা জীবদেহের বৃদ্ধি , পরিস্ফুরন , জনন প্রভৃতি প্রবাহিত করে ও ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে। যেমন- সোমাটোট্রফিক হরমোন , অ্যাড্রিনালিন হরমোন ইত্যাদি ।

হরমোনের বৈশিষ্ট্যসমূহ : ১. হরমোন খুব অল্প মাত্রায় ক্রিয়াশীল হয় । প্রয়োজনের তুলনায় কম বা বেশি ক্ষরনে হরমোন দেহের স্বাভাবিক অবস্থা তৈরি করে ।

২. কাজের শেষে হরমোন ধ্বংস হয় ও দেহ থেকে নির্গত হয় ।

৩. হরমোন কেবলমাত্র একটি কোশের ( Target cell ) ওপরই কাজ করে।

৪. হরমোন দেহে দীর্ঘ সময় সঞ্চিত থাকে না ।

৫. সাধারণ ( ব্যতিক্রম: স্থানীয় হরমোন ) হরমোন উৎস থেকে দূরে গিয়ে কাজ করে ।

Similar questions