মরু অঞল সম্প্রসারণের কারণ।
Answers
মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত শুস্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপয়োগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায়। একসময় মরুভূমিগুলো বড় বড় পাথরে অস্তিত্ব ছিল। দিন ও রাতের মধ্যে তাপমাত্রার এই ব্যাপক তারতম্যের ফলে এসব পাথর প্রতিদিনই সংকোচন ও প্রসারিত হতে থাকে এবং গায়ে ফাটল দেখা দেয়। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে বৃহৎ পাথরখন্ডগুলো ক্রেমেই ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে। সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম মরু এলাকা। মরুভূমিতে মরীচিকা দেখা যায় যা পর্যটকদের প্রায়শই বিভ্রান্তের মধ্যে ফেলে। মরুভূমির আবহাওয়া অত্যন্ত রূক্ষ হওয়ায় এখানে স্বাভাবিক গাছপালার অস্তিত্ব নেই। খরা সহিষ্ণু কিছু কাঁটা ও ঝোপ জাতীয় গাছ এখানে জন্মায়। এসব গাছপালার শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করে পানি সংগ্রহ করতে পারে।
Answer:
মরুভূমির সম্প্রসারণ এর কারন:-মরু অঞ্চলের সম্প্রসারণের বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ গুলি হলো --
(1) অরণ্য নিধন :- বর্ধিত জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন । বন কেটে বসতি গড়ে উঠছে। অরণ্যবিনাশ এর ফলে মাটি আলগা হয়ে পড়ায় ভূমিক্ষয় বাড়ছ। ভারতে প্রতিবছর গড়ে প্রায় 15 লক্ষ হেক্টর অরণ্য বিনষ্ট হয়। ফলে মোট ভূমি ভাগের 1% ভূমি পরিণত হয় বন্ধ বা অনুর্বর ভূমিতে ।
(2) ভূমি ব্যবহার :- ভূমি ব্যবহার বলতে মূলত নানা উদ্দেশ্য পূরণের জন্য , কখনো অর্থনৈতিকভাবে কখনো বা সামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভূমির কার্যকারিতাকে বোঝায় । ভারতের মরু অঞ্চল পৃথিবীর সব মরুভূমির মধ্যে সর্বাধিক জনবহুল। কৃষিকার্যে যেখানে লাভজনক অর্থনৈতিক ক্রিয়া-কলাপ সেখানে অতিরিক্ত কৃষিকার্যে মাটির কণাগুলি শিথিল হয়ে ভূমিক্ষয় বাড়ায়।
(3) অনিয়ন্ত্রিত পশুচারণ :- শুষ্ক পরিবেশে অল্প জলের মাধ্যমে যদি তৃণভূমি সৃষ্টি করা যায় তাহলে সেখানে পশুচারণভূমি গড়ে ওঠে যা জীবিকার অন্যতম মাধ্যম। কিন্তু অতিরিক্ত পশুচারণ ভূমিক্ষয় বাড়ায়। পশুর খুরের আঘাতে মাটি আলগা হয় গাছপালার আচ্ছাদন বিনষ্ট হয়।
(4) ভৌম জলের অতিব্যবহার :- জল সেচের মাধ্যমে শুষ্ক ভূমি কৃষি যোগ্য করার ক্ষেত্রে অতিরিক্ত ভৌম জল তুলে নেওয়া হয় । ফলে জলের সাথে কৌশিক প্রক্রিয়ায় লবণ ও উঠে আসে যা কৃষি প্রক্রিয়াকে ব্যাহত করে । তার সাথে জলের স্তর নেমে যাওয়ায় মরুভূমির মাটির আর্দ্রতা হারিয়ে মরুকরণ পদ্ধতিকে ত্বরান্বিত করে।