Geography, asked by babusksk2000, 10 months ago

আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন?​

Answers

Answered by ItzShinyQueen13
52

\huge\underline{\underline{\texttt{\purple{A}\blue{n}\green{s}\pink{w}\orange{e}\red{r:-}}}}

কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা বা ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা সোজা টানলে দেশ এবং অনেক দ্বীপের উপর দিয়ে ধরা হতো। ঐ দ্বীপগুলো কোন দেশর অংশ। তখন দিন, তারিখ নিয়ে ঐসব দেশ সহকারে দ্বীপবাসীরা সমস্যায় পড়তো। ম্যাপ দেখলে সহজেই বুঝতে পারবেন যে, আন্তর্জাতিক তারিখ রেখা কেবল সমুদ্রের বরাবর অর্থাৎ কোন স্থলভাগের উপর দিয়ে ধরা হয় নি।

আরো প্রয়োজনে দেখে নিনঃ-

তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা +১২ এবং -১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যেকোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার। ১৮০° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।

________________________

Hope It Helps Uh!!

Answered by payalchatterje
1

Answer:

কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা বা ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা সোজা টানলে দেশ এবং অনেক দ্বীপের উপর দিয়ে ধরা হতো। ঐ দ্বীপগুলো কোন দেশর অংশ। তখন দিন, তারিখ নিয়ে ঐসব দেশ সহকারে দ্বীপবাসীরা সমস্যায় পড়তো। ম্যাপ দেখলে সহজেই বুঝতে পারবেন যে, আন্তর্জাতিক তারিখ রেখা কেবল সমুদ্রের বরাবর অর্থাৎ কোন স্থলভাগের উপর দিয়ে ধরা হয় নি।

আন্তর্জাতিক তারিখরেখা সম্পর্কে অতিরিক্ত তথ্য:

তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা +১২ এবং -১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যেকোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার। ১৮০° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।

Similar questions