World Languages, asked by subhrodeep04, 9 months ago

এল মানুষ ধরার দল' তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল?​

Answers

Answered by anveshasingh74
9

Answer:

এল মানুষ ধরার দল তাদের আগমনের আগে আফ্রিকায় স্বরূপ কেমন ছিল?

উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি আফ্রিকাকে ইতিহাসের পটভূমিতে রেখে কবিতার রূপ ও রূপান্তরের ছবি কে তুলে ধরেছেন। বিশ্ব সৃষ্টির প্রথম পর্বে স্রষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিল সেই সময়। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে আফ্রিকা। সৃষ্টির সেই প্রথম লগ্ন থেকে আফ্রিকা ছিল আদিম অরণ্য পরিবৃত্ত।কবির কথায় বিভীষিকায় যেন হয়ে উঠেছিল এই আফ্রিকার মহিমা যা দিয়ে সে আসলে নিজের যাবতীয় সংখ্যা কে পরাজিত করতে চাইছিল। সৃষ্টির সেই প্রথম যুগে আফ্রিকা ছিল বাকি পৃথিবীর কাছে উপেক্ষার পাত্র কাল ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উন্নত বিশ্বে আফ্রিকাকে প্রতিষ্ঠান করতে চাইছিল আগম্য এবং ভয়াবহতার এক অন্ধকার মহাদেশ।কাল ঘন্টা হিসাবে উপেক্ষার অবমাননায় ছিল আফ্রিকার একমাত্র কামনা।

Similar questions