English, asked by uttammaji428, 9 months ago

"সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল" কেন সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে ?​

Answers

Answered by mondalranjan443
4

Answer:

কারণ সংস্কৃত ভাষা আদি ভাষা । এবং এইভাষা মূলত নিজস্ব শব্দভাণ্ডার হইতে বাবহার করা হয় ।

Answered by sarkarpurna617
1

Explanation:

সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করা না ভেবে আপন ভান্ডারের অনুসন্ধান করে এমন কোন ধাতু বা শব্দ সেখানে আছে কিনা তার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা তার অর্থ অবশ্যই এই নয় যে সংস্কৃতি কালেও বেশি কোন শব্দ গ্রহণ করেনি। নিয়েছে কিন্তু তার পরিমাণ এতটাই মুষ্টিমেয় যে সংস্কৃতি স্বয়ংসম্পূর্ণ ভাষায় বলাতে কারোর কোন আপত্তি থাকার কথা নয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই। হিব্রু, গ্রিক,আবেস্তা, এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ।

Similar questions