Math, asked by Adhi22, 8 months ago

মাটিতে এমন ভাবে নয়টি ঘর কাটো যেন প্রত্যেক দিকেই তিনটি করে ঘর থাকে। এবার ঘর গুলিতে এক থেকে নয় পর্যন্ত অঙ্ক এমন ভাবে রাখো, যেন প্রত্যেক দিকের তিনটি অঙ্কের যোগফল ১৫ হয়।​

Answers

Answered by Swarup1998
0

প্রশ্ন: আমাদেরকে নয়টি ঘর কাটতে ও প্রতি ঘরে ১ থেকে ৯ পর্যন্ত অঙ্ক এমন ভাবে রাখতে হবে, যেন প্রত্যেক দিকের তিনটি অঙ্কের যোগফল ১৫ হয়।

সমাধান:

  • প্রথমে আমার দেওয়া ছবিতে যেমন নয়টি বৃত্ত আছে, তেমন এঁকে নাও।
  • মাঝখানের বৃত্তে বসাও
  • এবারে বামদিকের অনুভূমিক বৃত্তে বসাও আর ডানদিকের অনুভূমিক বৃত্তে বসাও
  • অর্থাৎ ১ + ৫ + ৯ =
  • এইভাবে (২, ৮), (৩, ৭) এবং (৪, ৬) সংখ্যাগুলি ছবির মতো নির্দিষ্ট বৃত্তগুলিতে বসাও।
  • ২ + ৫ + ৮ = ১৫ ।
  • ৩ + ৫ + ৭ = ১৫ ।
  • ৪ + ৫ + ৬ = ১৫ ।
Attachments:
Similar questions