India Languages, asked by subhas1996shit, 10 months ago

নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১. গর্তের ভিতর কে ও?' – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল ?​

Answers

Answered by Anonymous
4

প্রশ্নটির উত্তরে ছাগলছানাটি বলেছিলো যে -

  • "লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস।"
  • উদ্ধৃত উক্তিটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখিত নরহরি দাস নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি উপেন্দ্রকিশোর রচনাসমগ্র বইটিতেও নিজের জায়গা করে নিয়েছে।
  • প্রসঙ্গত উল্লেখ্য, যে ছাগলছানাটি উদ্ধৃত উক্তিটি বলেছিল, যাতে সে গর্তের আড়াল থেকে শিয়ালকে ভয় দেখিয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারে।
Similar questions