India Languages, asked by akr41680, 7 months ago

৪. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখাে।​

Answers

Answered by Swarup1998
12

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

  • উপকারী উপাদান - কেঁচো
  • অপকারী উপাদান - প্লাস্টিক ও প্লাস্টিকজাত পদার্থ। এছাড়া কলকারখানার বর্জ্য।

আরো তথ্য:

  • উপকারী উপাদান - যে সমস্ত উপাদান মাটিকে উর্বর করে তোলে, সেগুলি মাটির উপকারী উপাদান। যেমন - কেঁচো। এরা মাটিকে আলগা করে। এর ফলে বাতাস চলাচলের সুবিধা হয়।
  • অপকারী উপাদান - যে সমস্ত উপাদান মাটির পক্ষে ক্ষতিকর, সেগুলি মাটির অপকারী উপাদান। যেমন - প্লাস্টিক বা প্লাস্টিকজাত পদার্থগুলি মাটিতে মেশে না। এরা মাটির ক্ষতি করে।
Similar questions