অম আণ
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
১২ সেলুক ছিলেন গ্রিক সেনাপতি/গ্রিক সম্রাট/মুর সেনাপতি/আরব সেনাপতি।
১২ তােতাইয়ের চাই একটি—সবুজ টিয়া/সবুজ চারাগাছ/সবুজজামা/চশমা।
১.৩ বাঘের বিক্রম সম মাঘের হিমানী’—পঙক্তিটির রচিয়াতা মাইকেল মধুসূদন দত্ত/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ভারতচন্দ্র রায়/
গৌরদাস বসাক।
১৪ ‘আলেম’ শব্দের অর্থ—প্রবর্তক/সর্বজ্ঞ/অভিযাত্রী/সহযাত্রী।
১৯৫ ‘মুরসেনাপতি’ শব্দে দলসংখ্যা—দুই/তিন/পাঁচ/ছয়।
২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
২.১ সুখ পাওয়া যায় অনেকখানি’—কবির মতে সুখলাভের উপায়টি কী?
২.২ ‘বন্ধুভাবে উভয় সেনাপতিরকথােপকথন হইতে লাগিল’—এই কথােপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে?
২.৩ মহাভারতের কোন্ চরিত্রটি, কেন অপুর সবচেয়ে ভালাে লাগে?
২.৪ টিনের বাক্সে অপু কী কী রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন্ দিক ফুটে ওঠে?
Answers
Answered by
8
বাংলা — অষ্টম শ্রেণি
১.১ সেলুকস ছিলেন — গ্রিক সেনাপতি।
১.২ তােতাইয়ের চাই একটি — সবুজ জামা।
১.৩ ‘বাঘের বিক্রম সম মাঘের হিমানী’ – পঙক্তিটির রচয়িতা — কবি ভারতচন্দ্র।
১.৪ ‘আলেম’ শব্দের অর্থ — সর্বজ্ঞ।
১.৫ ‘মুরসেনাপতি’ শব্দে দলসংখ্যা — তিন।
২.১ একে অপরের প্রতি হাত বাড়ালে সুখ পাওয়া যায়। তা নাহলে উভয়কেই নানান দ্বন্দ্বে ভুগতে হবে।
২.২ তাঁরা নিজের নিজের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও সংগ্রামকৌশল প্রভৃতি বিষয়ে গল্প করছিলেন। এই আতিথেয়তা ধর্ম উপেক্ষা করে মুরসেনাপতিকে হত্যা করলেন না আরবসেনাপতি। ঘটনাক্রমে মুরসেনাপতি স্বশরীরে নিজ শিবিরে পৌঁছালেন।
Read more on Brainly.in
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১.১ সেলুকস ছিলেন –গ্রিক সেনাপতি/গ্রিক সম্রাট/মুর সেনাপতি/আরৰ সেনাপতি। ১.২ তােতাইয়ের চাই ...
- https://brainly.in/question/19340360
Similar questions