India Languages, asked by Animeforce, 10 months ago

অধ্যায় : দাঁড়াও -শক্তি চট্টোপাধ্যায় ১. অতিসংক্ষিপ্ত প্রশ্ন : ১.১. ‘দাঁড়াও’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? ১.২. সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে ? ১.৩. কবি কীভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন ? ১.৪. কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ? ১.৫. দল বিশ্লেষণ কর: মানুষ; একলা; ভেসে; ভালোবেসে ২. সংক্ষিপ্ত প্রশ্ন : ২.১ মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে ? ২.২ ‘দাঁড়াও’ কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও। ৩. রচনাধর্মী প্রশ্ন : ৩.১ কবিতাটির বিষয়বস্তু আলোচনা কর। অধ্যায় : কী করে বুঝব-আশাপূর্ণা দেবী ১. অতিসংক্ষিপ্ত প্রশ্ন : ১.১. বুকুর মায়ের নাম কী ? ১.২. বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ? ১.৩. ছেনুমাসিরা কোথা থেকে এসেছেন ? ১.৪. বুকুর স্কুলে র নাম কী ? ১.৫. অতিথিরা বিদায় নেওয়ামাত্র বুকুর মা কী করেছিলেন ? ২. সংক্ষিপ্ত প্রশ্ন : ২.১ অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কী করেছিলেন ? ২.২ বুকুর মতে অতিথিরা চলে গেলে কী করতে হয় ? ৩. রচনাধর্মী প্রশ্ন : ৩.১ বুকু কী বুঝতে পারেনি এবং এবিষয়ে তোমার ধারণা কী ?

Answers

Answered by manoshejana
32

Answer:

বুকুর মতে অতিথিরা চলে গেলে কী করতে হয়

Answered by sadhanchandramaji5
21

Answer:

Explanation:বুকুর মতে অতিথীরা চলে গেলে অতিথিদের নিন্দা করতে হয়

Similar questions