World Languages, asked by mahatajayashree67, 10 months ago

‘তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন।
সােনা গল্পে চাষি কাকে, কেন একথা বলেছিল ?​

Answers

Answered by kandurahul389
0

Explanation:

तनु धीमा तोड़ने लगाए गए ना पूरे देश में सोना कॉल पर चाची का के कैमरे का था बोलेछीलो

Answered by NirmalPandya
0

"সোনা" গল্পটি গৌরী ধর্মপাল রচনা করেছেন । এই গল্পটিতে চাষী তার বউকে প্রশ্নে প্রদত্ত উক্তিটি বলেছিলো ।

  • গৌরী ধর্মপাল 1931 সালে জন্মগ্রহণ করেন | তিনি সংস্কৃত ভাষার একজন অসাধারণ বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাংলা ভাষাতেও লেখালেখি করেছেন ।
  • 'সোনা' গল্পটিতে, চাষী নদীতে তার স্ত্রী ও তাদের মেয়ে সোনাকে নিয়ে স্নান করতে যান।
  • মেয়েকে স্নান করানোর পর চাষী তার মেয়ের গা মুছিয়ে দেন এবং সেই সময় তিনি দেখেন তার মেয়ের গায়ে বালি চকচক করছে । এটি দেখে চাষী তার মেয়ের গা থেকে বালি মোছার চেষ্টা করেন । কিন্তু তিনি কিছুতেই মেয়ের গা বালিমুক্ত করতে পারেন না ।
  • এরপর চাষী ভালো করে লক্ষ্য করে দেখেন যে, তিনি যেটাকে বালি ভাবছিলেন, সেটি প্রকৃতপক্ষে বালি নয় । বালির মতো চকচকে দেখতে হলেও সেটি আসলে সোনা ।
  • এটি লক্ষ্য করার পরেই অবাক হয়ে চাষী তার বৌকে প্রশ্নে প্রদত্ত উক্তিটি বলেন ।

#SPJ3

Similar questions