মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখা করো?
Answers
Answered by
135
Explanation:
মৃত্তিকা সৃষ্টিতে খনিজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। খনিজ দ্রব্যের উপর নির্ভর করে মাটির উর্বরতা শক্তি। পর্যাপ্ত খনিজ দ্রব্য মিশ্রিত মাটির উর্বরতা খুব বেশি হয় ফলে কৃষিকাজ ও খুব ভালো হয়।
উদাহরণ: দোআঁশ মাটিতে খনিজ পর্যাপ্ত পরিমাণে থাকায় কৃষি কাজ খুব ভালো হয়।
কিন্তু কোনো মাটিতে খনিজ পদার্থ খুব বেশি থাকলে মাটি খুব উর্বর হয় ফলে চাষবাস ভালো হয় না।
উদাহরণ:ল্যাটেরাইট মৃত্তিকাতে প্রচুর পরিমাণে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড থাকায় এই মাটিতে কৃষি কাজ ভাল হয় না।
Answered by
0
মৃত্তিকা হলো পৃথিবী পৃষ্ঠের নরম আবরণ, যা মূলত পাথর গুঁড়ো থেকে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়ে তৈরি হয়। মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা অপরিসীম । যথা-
- উর্বরতা - মৃত্তিকা র উর্বরতা খনিজ কনার উপর নির্ভর করে গড়ে ওঠে। যেমন – ব্যাসাল্ট শিলা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। এই শিলায় লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ও ক্যালসিয়াম বেশি থাকে তাই কৃষ্ণ মৃত্তিকা খুব উর্বর হয়।
- রঙ- গ্রানাইট, নিস শিলা থেকে সৃষ্ট মৃত্তিকায় থাকা লৌহ কনার জন্য লাল ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। ব্যাসাল্ট শিলায় থাকে পাইরক্সিন ও ম্যাগনেটাইট যার ফলে ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন মৃত্তিকা কালো রঙের হয়। যেমন – দক্ষিন ভারতের কৃষ্ণ মৃত্তিকা ।জিপসাম যুক্ত মৃত্তিকা নরম হালকা হলুদ রং এর হয়।
- গঠন - চুনাপাথরে থাকা নরম ক্যালসাইট মাটিকে যথেষ্ট ক্ষয়প্রবন করে তোলে । লৌহ কনার জন্য লাল ল্যাটেরাইট মৃত্তিকা খুব শক্ত হয়।
- এছাড়া মাটির অম্লতা, কর্দমতা খনিজের ওপর নির্ভর করে।
#SPJ3
Similar questions