Geography, asked by sudarsanmaji6, 9 months ago

পুঞ্জিত ক্ষয় কাকে বলে?​

Answers

Answered by atikshghuge
17

Answer:

Mass wasting বা পুঞ্জিত ক্ষয় :- পুঞ্জিত ক্ষয় বলতে ভূমিভাগ থেকে মৃত্তিকা ও শিলাজাত পদার্থের আলগা হয়ে পড়া এবং অভিকর্ষীয় বলের প্রভাবে নিম্নে পতিত হওয়াকে বোঝায়। এই পদার্থসমুহের প্রবাহ বা অধঃপতন এদের অবস্থান এবং অভিকর্ষ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদিও জল, বরফ বা বাতাসের উপসস্থিতিতে এই পতন দ্রুততর হয়। এছাড়া পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে ভূমিঢালের কৌনিক মান, আবহবিকার প্রাপ্ত পদার্থের আকার ও আয়তন, উদ্ভিদের প্রভাব, মানুষের কার্যাবলী বিশেষ উল্লেখযোগ্য।

**শ্রেনী বিভাগ- ভূ বিজ্ঞানী শার্প এর মত অনুসারে পুঞ্জিত ক্ষয় কে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়। যথা- ১. ধীর প্রবাহ

২. দ্রুত প্রবাহ

.৩. ধ্বস

৪. অবনমন

এদের আবার তিনি আরো কতক গুলি শ্রেনী ভাগে বিভক্ত করেছেন। সেই সকল শ্রেনী ভাগ আগামী পোস্ট গুলিতে আলোচিত করা হবে।

Hope it helps you

Pls mark me brainliest

Similar questions