Geography, asked by dhananjaykumar6123, 9 months ago

সমুদ্র স্রোত এর কারণ গুলি লেখো​

Answers

Answered by sumit06khatri11
0

Explanation:

সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কী?

1টি উত্তর

শাকিল সায়েদ, AKSID Corporation Ltd এ Executive, MIS (2017-বর্তমান)

October 26, 2019 এ উত্তর দেওয়া হয়েছে · লেখকের 81টি উত্তর রয়েছে ও 93.4 হা বার সেগুলি দেখা হয়েছে

সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল এক উত্তপ্ত জ্বলন্ত মন্ডল । ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে তরল অবস্থায় আসে এবং অবিরাম তাপ বিকিরণ করে পৃথিবী ক্রমশ শীতল ও সংকুচিত হয় । আর সংকোচনের ফলে ভূপৃষ্ঠের গায়ে উঁচুনীচু আবরণের সৃষ্টি হয় । এই সময় পৃথিবীতে গ্যাস ও বাষ্প শীতল হয়ে অঝোরে বৃষ্টি শুরু হয় । সেই বৃষ্টির জল ভূপৃষ্ঠের নীচু অংশে জমে সাগর, মহাসাগর প্রভৃতির সৃষ্টি হয়েছে । নদ-নদী, হ্রদ, সাগর, মহাসাগর প্রভৃতি নিয়ে এই যে বিশাল জলভাগ তার নাম বারিমণ্ডল [Hydrosphere] । ভু-পৃষ্ঠের সমগ্র আয়তনের শতকরা 70 ভাগ জল ও মাত্র ৩০ ভাগ স্থালভাগ ।

ভু-পৃষ্ঠে প্রধান পাঁচটি জলভাগ আছে । এগুলি মহাসাগর নামে পরিচিত । (i) প্রশান্ত মহাসাগর, (ii) আটলান্টিক মহাসাগর, (iii) ভারত মহাসাগর, (iv) সুমেরু বা উত্তর মহাসাগর এবং (v) কুমেরু বা দক্ষিণ মহাসাগর ।

Similar questions