ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হতে পারে ?
Answers
Answered by
135
Answer:
ফুসফুসের কাজ ক্ষমতা কমে গেলে যে যে সমস্যা গুলি হতে পারে সেগুলি হল -
- ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পাবে।
- বায়ুপথের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ।
- ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হবে।
- বিভিন্ন প্রকার রোগ ( যেমন - হাঁপানি, এমফাইসিমা প্রভৃতি ) দেখা দেয়।
Explanation:
Hope it helps you...........
Answered by
0
ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে নিম্নলিখিত সমস্যাগুলি হতে পারে -
- ফুসফুস হলো মানবদেহের প্রধান শ্বাসঅঙ্গ। তাই ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে স্বভাবতই আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যায় সর্বাগ্রে পড়তে হবে।
- এখন শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন হলে, আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল দৈহিক পরিশ্রমের কাজ করতে হয় তা করতে গিয়ে অল্পসময়ের মধ্যেই আমরা হাঁপিয়ে যাব এবং আমাদের কর্মক্ষমতা কমে যাবে।
- সর্বোপরি যদি এই শ্বাসকষ্টজনিত সমস্যা মারাত্মক আকার ধারণ করে তাহলে তাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে কারণ স্বাভাবিও শ্বসনক্রিয়া ছাড়া আমরা বাঁচতে পারি না।
অতএব, আমরা ফুসফুসের ক্ষমতা কমে যাওয়ার কুফলগুলি সম্পর্কে আলোচনা করলাম।
#SPJ3
Similar questions