Geography, asked by royavishek2005, 8 months ago

২. যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ ব্যাখ্যা করাে।​

Answers

Answered by gourabbala06
86

Answer:

THANKS FOR WATCHING AND PLEASE GIVE ME BRAINLIST.....

.

Explanation:

সঙ্গা : মহবৃত্ত(orthodrome) হলো কোনো গোলক পৃষ্ঠে অঙ্কিতো বৃত্ত যার কেন্দ্র বিন্দু গোলক পৃষ্ঠের নির্দিষ্ট কেন্দ্র বিন্দু এর সঙ্গে অবস্থান করে ।

নিরক্ষ রেখা মহাবৃত্ত কারন :

(১) মহাবৃত্ত (orthodrome) হলো কোনো গোলকপৃষ্ঠে অঙ্কিত বা কল্পিত সর্ববৃহত্ রেখা, যার থেকে বড় রেখা সেই গলোকে আঁকা বা কল্পনা করা সম্ভবনয় ( তবে সেই গোলকে নির্দিষ্ট আকৃতির মহাবৃত্তের মত একই আকৃতির কোনো রেখা অঙ্কন বা কল্পনা করা সম্ভব, কারন একটি গোলকপৃষ্ঠে বা পৃথিবীতেই অসংখ্য মহাবৃত্ত পরিলক্ষিত ) ।

(২) কোনো গোলকে কল্পিত বা অঙ্কিত মহাবৃত্ত (orthodrome) সর্বদাই সেই গোলোক কে সমান দুটি গোলার্ধে বিভক্ত করে।

(৩) কোনো গোলক এবং সেই গোলকে অঙ্কিত বা কল্পিত সর্ববৃহত পূর্ণ রেখা ( অবিভক্ত ) বা মহাবৃতের (orthodrome) কেন্দ্রবিন্দু সবসময় একই বিন্দুতে অবস্থান করে ।

নিরক্ষরেখা হল পৃথিবীপৃষ্ঠে কল্পিত সর্ববৃহত অবিভক্ত রেখা যার মধ্যে এই সকল বৈশিষ্ট্যই পরিলক্ষিত তাই এটা নিঃসন্দেহে বলা যায় যে নিরোক্ষরেখা হলো একটি মহাবৃত্ত।

Answered by amikkr
0

নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ নিম্নলিখিত-

  • পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিন মেরু বিন্দুর থেকে সমান দূরত্বে অবস্থিত মাঝবরাবর একটি কাল্পনিক বৃত্ত পৃথিবীকে পূর্বপশ্চিমে বেষ্টন করে রয়েছে, একে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে । বিষুবরেখা পৃথিবীকে দুই গোলার্ধ - উত্তর ও দক্ষিন গোলার্ধে ভাগ করে।
  • যেহেতু পৃথিবী গোলাকার তাই, নিরক্ষরেখাও পূর্ণবৃত্ত এবং এর পরিধি সবচেয়ে বেশি, প্রায় 40076 কিমি। নিরক্ষরেখার উত্তর ও দক্ষিনে অক্ষ রেখা গুলির পরিধি কমতে থাকে । বাকি অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি বলে একে মহাবৃত্ত বলা হয়।

#SPJ3

Similar questions