Math, asked by sawpankoyal6633, 10 months ago

৪।
এক জায়গায় ৯টি ফুল ছিল। তার থেকে ৫টি ফুল তুলে নেওয়া হলাে।
ক) ফুলের সংখ্যা কমলাে না বাড়ল ?
কটি ফুল থাকবে? কী করবে – যােগ না বিয়ােগ? উঃ
গ) কষে দেখাও কটি ফুল থাকবে?
ওই জায়গায়
টি ফুল রইল।​

Answers

Answered by mamatabarrackpore
7

ক) এক্ষেত্রে, ফুলের সংখ্যা কমবে।

খ) এই অঙ্কটিতে বিয়োগ করতে হবে।

গ) একটি জায়গায় ফুল ছিল 9 টি

ফুল তুলে নেওয়া হলো 5 টি

সুতরাং, ফুল রইলো=9-5টি=4টি

উঃ = 4টি ফুল পড়ে রইল।

Similar questions