World Languages, asked by luckyshah6424, 10 months ago

২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। – নিম্নরেখাকিত পদটি হল সকর্মক ক্রিয়া। নাম বিশেষণ। বিশেষণের বিশেষণ |
ক্রিয়া বিশেষণ।​

Answers

Answered by Taehyung20
41

Answer:

বিশেষণের বিশেষণ।।।।।।

Answered by payalchatterje
0

Answer:

নিম্নরেখাকিত পদটি হল বিশেষণের বিশেষণ|

Explanation:

যে বিশেষণগুলি অন‍্য একটি বিশেষণের গুণ,অবস্থা,প্রকৃতি, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। উদাহরণ : ধবধবে সাদা জামা, কুচকুচে কালো কুকুরছানা, টকটকে লাল ফুল,খুব জোরালো বাতাস,অতিশয় বুদ্ধিমান লোক,বেশ কনকনে ঠাণ্ডা ইত্যাদি।

যে ক্রিয়া কর্মের আশ্রয় ছাড়া সম্পাদিত হতে পারে না, তাকে সকর্মক ক্রিয়া বলে।

কতকগুলি ক্রিয়া আছে, যেগুলি সাধারণ অবস্থায় সকর্মক হয় (ব্যতিক্রম নিচে আলোচনা করা হলো)। যেমন: খাওয়া, দেখা, শোনা, বলা, নেওয়া, দেওয়া, পড়া, কাচা, ধোওয়া, ফেলা, তোলা, আনা, কেনা, বেচা প্রভৃতি।

নাম বিশেষণ: যে বিশেষণ পদ কোনো নামপদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণ বলতে বাক্যের বিশেষ্য পদ বা সর্বনাম পদ বা বিশেষণ পদের বিশেষণ বোঝায়। যেমন: সে সবুজ জামা পরেছে। অতি উত্তম কথা।

ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চল। দিন ভালো যাচ্ছে না। জিনিসটা সাবধানে রাখ।

→নিম্নরেখাকিত পদটি হল বিশেষণের বিশেষণ|

Similar questions