Geography, asked by rh07051, 8 months ago

পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যুক্তি সহকারে বক্তব্যটি ব্যাখ্যা দাও

Answers

Answered by Anonymous
15

পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, কারণ -

  • পৃথিবীর জ্যামিতিক আকারকে আমরা সাধারণত গোলক হিসেবে পরিগণিত করি।
  • কিন্তু ভৌগোলিক বিশ্লেষণ করে দেখা গেছে যে পৃথিবীর আকৃতি পুরোপুরিভাবে গোলক আকৃতির নয়।
  • পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে গোলকের অংশটা কিছুটা চাপা থাকে, ফলে অভিগত গোলকের আকার সৃষ্টি হয়।
  • এছাড়াও যে কোন জ্যামিতিক গোলকের ন্যায় পৃথিবীর উপরিভাগ মসৃণ হয় না। পৃথিবীর উপরিতলে কোথাও উঁচু পর্বত বা নীচু জলাভূমি এর জন্য এক এবড়োখেবড়ো উপরিতলের সৃষ্টি হয়।
  • গোলক বা অভিগত গোলক এর সাথে পুরোপুরি জ্যামিতিক সাদৃশ্য না থাকার জন্যই পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো ধরা হয়, অর্থাৎ এটি একটি স্বতন্ত্র আকার।
Similar questions