. জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করাে।
Answers
Answered by
64
Explanation:
উত্তর:
ব্যাখ্যা:
ইস্ট ইন্ডিয়া কোম্পানি (ইআইসি), সম্মানিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি (এইচআইসি), ইস্ট ইন্ডিয়া ট্রেডিং সংস্থা (ইআইটিসি), ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ পূর্ব ভারত হিসাবেও পরিচিত
hope it helps
follow me
আমাকে অনুসরণ করুন
Attachments:
Answered by
0
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমি-জরিপের মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। সেগুলি হল-
- ২৪ পরগনায় জরিপ ব্যাবস্থা - ফ্র্যাঙ্কল্যান্ডের উদ্যোগে ১৭৬০ খ্রিস্টাব্দে কৃষি জমি জরিপের সূচনা।বে তার অসমাপ্ত কাজ শেষ করেন হগ ক্যামেরণ
- নদী পথ জরিপ ব্যাবস্থা- ১৭৬৮ সালে জেমস রেনেল বাংলার নদীপথ জরিপ করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেনেলকে 1767 খ্রিস্টাব্দে ভারতের জরিপ বিভাগের প্রধান নিযুক্ত করেন। রেনেল মোট ১৬তি মানচিত্র তৈরি করেছিল।তাঁকে ভারতের আধুনিক জরিপ ব্যবস্থার পিতা বলা হয়।
- সংস্থা গঠন - মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি সংস্থা গঠন করাহয়েছিল ১৭৭০ খ্রিস্টাব্দে। যারা রাজস্ব সংক্রান্ত বিষয় দেখ ভাল শুরু করে।
- দশ সালা বন্দোবস্ত - 1790 খ্রিস্টাব্দে জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন লর্ড কর্ণওয়ালিশ। এটি দশ শালা বন্দোবস্ত নামে পরিচিত।
- মহলওয়ারি বন্দোবস্ত- ইস্ট ইন্ডিয়া কোম্পানির হল্ট মাকেঞ্জি 1822 খ্রিস্টাব্দে সঙ্গায় উপত্যকায় বাড়ি পিছু ভূমি রাজস্ব চালু করেন । এ ব্যবস্থায় 25 থেকে 30 বছরের জন্য জমি ইজারা দেঅয়া হত। এটি মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্ত - লর্ড কর্নওয়ালিস জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসেবে জমিদারদের গড়ে তোলার উদ্দেশ্যে বাংলা বিহার উড়িষ্যাতে যাবে এইসব কারণে 1793 খ্রিস্টাব্দে জমিদারদের থেকে সরাসরি খাজনা আদায় করে চিরস্থায়ী বন্দোবস্ত ছালু করেন।
- একসালা বন্দোবস্ত- ইজারাদারি বন্দোবস্ত ত্রুটিগুলো বিবেচনা করে,আমিনী কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1776 খ্রিস্টাব্দে হেস্টিংস বাংলার জমিদারদের সঙ্গে এক বছরের জন্য একসালা বন্দোবস্ত চালু করেন,
- অন্যান্য- রায়তওয়ারি বন্দোবস্ত, পাঁচ সালা বন্দোবস্ত, ইজারাদারি বন্দোবস্ত।
#SPJ3
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
Science,
8 months ago
History,
11 months ago
English,
11 months ago