India Languages, asked by aj713340, 6 months ago


‘তাই তারা স্বভাবতই নীরব।
- বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?​

Answers

Answered by surabhiranisingha99
107

Answer:উক্তিটি লেখক সুবিনয় রায় চৌধুরীর লেখা "পশুপাখির ভাষা" গল্প থেকে নেওয়া হয়েছে।

এখানে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে কারণ তাদের এই নীরবতা -র কারণ হল তারা নিজের প্রাণ বাঁচিয়ে চলে।পোশা পাখি বা কুকুর যত চিৎকার করে জঙ্গলের পাখি ও কুকুর বেশি চিৎকার করে না।যখন বনের প্রাণী অনেক জোরে চিৎকার করে তখন বোঝা যায় কোনো হিংস্র পশু আক্রমণ করেছে,তাই তারা আত্মরক্ষার জন্য বেশি নীরব।

Explanation:

Answered by SparshaM
50

পশুপাখির ভাষা

‘তাই তারা স্বভাবতই নীরব' এই উক্তিটি সুবিনয় রায় চৌধুরীর লেখা 'পশুপাখির ভাষা' গদ্য থেকে নেওয়া হয়েছে।

এখানে বক্তা রিউবেন ক্যাস্টাং এর কথা বলা হয়েছে, যিনি বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেড়িয়েছেন। তিনি বলেন 'আমি পশুর ভাষা বুঝি' , এবং এর জন্য সাক্ষাৎ যমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ছিলেন।

এখানে তিনি জঙ্গলের জন্তুর কথা বলেছেন, কারণ পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। যেমন পোষা কুকুর, ঘোড়া কত চেঁচায়! কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড়ো একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রান বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব।

Similar questions