যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ ব্যাখ্যা করাে।
Answers
Answered by
15
Answer:
ভূগোল কে আঁকা বা পৃথিবীপৃষ্ঠ দিয়ে কল্পিত যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলে।
অক্ষরেখা গুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখার বৃত্তীয় তলের একটিমাত্র সাধারণ কেন্দ্রবিন্দু আছে।এই সাধারণ কেন্দ্রবিন্দুটি আবার ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে। এজন্য নিরক্ষরেখা হল একটি মহাবৃত্ত। নিরক্ষীয় পরিধি সর্বাধিক হওয়ায় এটাই ভূগোলকের মধ্যে সবচেয়ে বড় বৃত্ত তথা মহাবৃত্ত ( Great circel )। অন্য বৃত্তগুলি হল ক্ষুদ্রবৃত্ত।
Similar questions