অ-কারক পদ কয় প্রকার ও কী কী?
Answers
Answered by
161
দুই প্রকার। সম্বন্ধ পদ ও সম্বোধন পদ
mark as brainliest please
mark as brainliest please
Answered by
7
বাক্যে ক্রিয়া পদের সঙ্গে ণাম পদের সম্পর্ক কে কারক বলে। কিন্তু বাক্যে এমন কিছু পদ থাকে যেগুলির সঙ্গে ক্রিয়া পদের কোনও সম্পর্ক থাকে না সেই সব পদ কেই অ-কারক পদ বলে
অ-কারক পদ দুই প্রকার— (১) সম্বন্ধ পদ ও (২) সম্মোধন পদ ।
(১) সম্বন্ধ পদ — বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়া পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না বরং বিশেষ্য পদ ও সর্বনাম পদের সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে ।
যেমন-
প্রধান শিক্ষক এর ভাষণ ।
হাতের কাজটি খুব ভালো ।
রান্নার গ্যাস শেষ, প্রভৃতি ।
(২) সম্বোধন পদ— যে পদের দ্বারা কাউকে আহবান করা বা সম্বোধন করা বোঝায় তাকে সম্বোধন পদ বলে । যেমন-
ছেলেরা এদিক এসো।
'মাগো, আমায় দুটি ভাত দেবে।
হে ঠাকুর ! আমাদের এই বিপদ থেকে রক্ষা কর।
Similar questions