সরকার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় কেন ?
Answers
Answered by
14
ভাষাগত প্রেস অ্যাক্টের (মার্চ 1878) পরে সোমপ্রকাশ সরকারের ক্ষোভ ছড়িয়ে দিয়েছিল এবং প্রকাশনা এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। সরকারকে আনুগত্যের লিখিত আশ্বাস দেওয়ার পরে, ১৯৮০ সালের ১৯ এপ্রিল এটি আবার উপস্থিত হয়।
Answered by
40
Answer:
১৮৭৫ খ্রিষ্টাব্দে বড়োলাট লর্ড লিটন দেশীয় মুদ্রন আইন পাশ করেন। এর দ্বারা সরকারের সমালোচনা প্রকাশ করে এমন দেশীয় সংবাদপত্র গুলিকে নিষিদ্ধ করা হয়। এই কারণে বাংলা ভাষায় সোমপ্রকাশ পএিকা প্রকাশনা ১ বছর বন্ধ থাকে। পরে ১৮৮০ খ্রিষ্টাব্দে পুনরায় প্রকাশিত হয়। কিন্তু জনপ্রিয়তা কমায় ১৮৯৮ খ্রিষ্টাব্দে প্রকাশনা বন্ধ হয়ে যায়।
I Think you can satisfy this answer. thank you.
Similar questions