বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো।
Answers
Answered by
17
Answer:
- প্রথমে বিশুদ্ধ দুধ ও দই এর সাজা ( দই এর অংশ ) সংগ্রহ করা হয়।
- একটি মাটির পাত্রে ওই সাজা ( দই এর অংশ ) দিতে হয়।
- এবার ওই পাত্রে দুধ ঢেলে দিলাম ও সাধারণ উষ্ণতায় রেখে দিতে হয়।
- মোটামুটি দই জমে গেলে ঠান্ডা স্থানে রেখে দিতে হয়।
Similar questions