India Languages, asked by haradhan90, 9 months ago

বাংলার একজন বিখ্যাত কুস্তিগিরের নাম লেখ ।​

Answers

Answered by sakilahamed
2

Answer:

অম্বিকাচরণ গুহ (১৮৪৩ – ১৯০০), অম্বু বাবু অথবা অম্বু গুহ নামেই বেশি পরিচিত, একজন ভারতীয় কুস্তিগীর যিনি বাংলায় "আখড়া" সংস্কৃতির প্রসারে পথপ্রবর্তক।

Answered by payalchatterje
0

Answer:

বাংলার একজন বিখ্যাত কুস্তিগিরের নাম অম্বিকাচরণ গুহ l

অম্বিকাচরণ গুহ সম্পর্কে আরও জানুন :অম্বিকাচরণ গুহ (১৮৪৩ – ১৯০০), অম্বু বাবু অথবা অম্বু গুহ নামেই বেশি পরিচিত, একজন ভারতীয় কুস্তিগীর যিনি বাংলায় "আখড়া" সংস্কৃতির প্রসারে পথপ্রবর্তক।অম্বিকাচরণ এক কুস্তিগীর পরিবারের সন্তান ছিলেন।আসল নাম ছিল যতীন্দ্রচরণ গুহ, তবে ডাক নামেই তিনি বিশ্ববিখ্যাত পালোয়ান, পিতামহ অম্বিকাচরণ গুহ ছিলেন বিখ্যাত কুস্তিগীর, তিনিও কুস্তিতে দেশে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন, বেশ ধনী মানুষ ছিলেন, বলা যায় পারিবারিক কুস্তির ধারা বজায় রাখতে অকাতরে অর্থ ব্যয় করেছেন, মথুরা থেকে বীর হনুমানের এক পাথরের মূর্তি আনিয়ে ৬৫ মসজিদ বাড়ি স্ট্রিটে আখড়া বসালেন শিবচরণ, আর ওই মথুরারই বড় পালোয়ান কালী চৌবেকে আখড়ার গুরু করলেন সবই অম্বিকাচরণের উৎসাহে, উদ্দেশ্য ছিল শরীর চর্চার মাধ্যমে দেশের মানুষকে সজীব ও সতেজ করে তোলা। তিনি নিয়মিত শরীরচর্চা শুরু করেন এবং বাড়িতেই তিনি ঘোড়সওয়ারের দীক্ষা পান। তিনি মথুরার কালিচরণ চৌবের কাছে কুস্তির প্রশিক্ষণ নেন।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions