১২০/১২৭২ লঘিষ্ঠ আকারে পরিণত করো
Answers
Answered by
2
দেওয়া আছে :
- একটি ভগ্নাংশ = ১২০/১২৭২
বের করতে হব :
- ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার
সমাধান :
- আমরা প্রথমেই সংখ্যা দুটিকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব।
- তারপর যে সংখ্যাগুলি বা মৌলিক উৎপাদকগুলি একই থাকবে সেগুলো কেটে দেব।
- যেগুলো অবশিষ্ট থাকবে, সেগুলো গুণ করে লঘিষ্ঠ আকারটি পাব।
- এখন, ১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
- এবং ১২৭২ = ২ × ২ × ২ × ৩ × ৫৩
- দেখা যাচ্ছে যে ২, ২, ২ ও ৩ উৎপাদকগুলি একই। এগুলো বাদ গেলে লবে থাকবে ৫ এবং হরে থাকবে ৫৩।
- অতএব নির্ণেয় লঘিষ্ঠ আকার = ৫/৫৩।
উত্তর :
- ১২০/১২৭২ = ৫/৫৩
Similar questions