উঠন্তি মুলো পত্তনে চেনা যায় এই প্রবাদটি দিয়ে বাক্য রচনা করো
Answers
Answer:
(ভবিষ্যতের আভাস শুরুতেই মেলে) তুমি জীবনে অনেক বড় হতে পারবে,
Mark as brainliest ♥️
Answer:
উঠন্তি মুলো পত্তনে চেনা যায় এই প্রবাদটি দিয়ে বাক্য রচনা:
উঠন্তি মূল পত্তনেই চেনা যায় (ভবিষ্যতের আভাস শুরুতেই মেলে) তুমি জীবনে অনেক বড় হতে পারবে, উঠন্তি মূল পত্তনেই চেনা যায়।
অরো কিছু প্রবাদ আর মানে:
1.উঠন্ত বৃক্ষ পত্তনেই চেনা যায় প্রবাদ এর অর্থ - কাজের আরম্ভ দেখেই পরিণাম বোঝা যায় |
2.কলা বউ প্রবাদ এর অর্থ -লজ্জাশীলা বউ।
3.ঢাক ঢাক গুড় গুড় প্রবাদ এর অর্থ -লুকোচুরি
4.নেই কাজ তো খই ভাজ প্রবাদ এর অর্থ - প্রয়োজনীয় বিষয়ের অভাবে অপ্রয়োজনীয় কাজে শক্তিনাশ করা।
5.পায় না তাই খায় না প্রবাদ এর অর্থ - অভাবী মানুষের জিনিসের প্রতি কপট অনীহা প্রকাশ করা
6.ফেল কড়ি মাখ তেল প্রবাদ এর অর্থ - অর্থের বিনিময়ে ইচ্ছা পূরণ
7.মেও ধরে কে প্রবাদ এর অর্থ - বিড়ালের গলায় ঘণ্টা বাধার গল্পে) দুরূহ কাজের মূল ঝুঁকির ব্যাপারটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।