পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তিৰেখা থাকার কারণ কী?
Answers
Answered by
11
Answer:
বিযুক্তিরেখা থাকার কারণঃ- আমরা যদি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তর রয়েছে যাদের ঘনত্ব, তাপ এবং গঠনগত উপাদান বিভিন্ন। সেই কারনে ভূমিকম্পের তরঙ্গগুলি একটা স্তর থেকে আর একটা স্তরে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় এবং তরঙ্গুলি কিছুটা বেঁকে উর্ধ্বে গমন করে। অর্থাৎ আমরা বলতে পারি যে, পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি বিভিন্নধরনের হওয়ায় একটা স্তরর যেখানে শেষ এবং আরেকটা স্তর যেখানে শুরু সেই সন্ধি স্থলে বিযুক্তি রেখার সৃষ্টি হয় বা বিযুক্তি রেখা থাকে। পরিশেষে বলা যায়, বিযুক্তি রেখা থাকার কারণ হলো-পৃথিবীর অভ্যন্তরে বিজাতীয় স্তর।
Similar questions