India Languages, asked by ritika138, 9 months ago

আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছন।' কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন? ​

Answers

Answered by Swarup1998
51

কুতুব মিনারের কথা

- সৈয়দ মুজতবা আলি

উত্তর:

  • সৈয়দ মুজতবা আলি রচিত "কুতুব মিনারের কথা" প্রবন্ধ থেকে "আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন" উক্তিটি নেওয়া হয়েছে।

  • কুতুব মিনার নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনারগুলির মধ্যে অন্যতম। একমাত্র আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়ে দ্বিগুণ উচ্চতার একটি মিনার গড়তে চেয়েছিলেন এবং এর কাজও শুরু করেছিলেন।

  • এই কাজটি করা দূরে থাক, এমনটা করার মতো দুঃস্বপ্নও বোধ হয় আলাউদ্দিন খিলজির আগে কেউ দেখেনি। তাই প্রাবন্ধিক আলাউদ্দিন খিলজিকে "দুঃসাহসী রাজা" আখ্যা দিয়ে।

  • তবে মনে রাখতে হবে যে, আলাউদ্দিন খিলজি মিনার তৈরি করার কাজ থেকে সরে এসেছিলেন। কারণ তিনি অনুভব করেন যে, মিনারের সাহায্যে যুদ্ধ জয়লাভ করা যায় না।
Answered by horipriyagoswami04
8

Answer:

প্রাবন্ধিক শব্দের অর্থ কী

Similar questions