বায়ুচপ বলই বলতে কি বোঝ?
Answers
Explanation:
পৃথিবীর বায়ুচাপ বলয় :
পৃথিবীর বায়ুর চাপের ক্ষেত্রে দুটি অবস্থা লক্ষ করা যায়— [ক] উচ্চচাপ [High Pressure] ও [খ] নিম্নচাপ [Low Pressure] । কোনোও জায়গার বায়ুর চাপের চেয়ে তার চারিদিকের বায়ুর চাপ যদি কম হয় তাহলে সেই জায়গার বায়ুর চাপকে উচ্চচাপ [High Pressure] বলা হয় । আর কোনোও জায়গার বায়ুর চাপের চেয়ে তার চারিদিকের বায়ুর চাপ বেশি হয় তাহলে সেই জায়গার বায়ুর চাপকে নিম্নচাপ [Low Pressure] বলা হয় ।
বায়ুচাপের তারতম্য অনুসারে পৃথিবীকে সাতটি নির্দিষ্ট বায়ুচাপ অঞ্চলে ভাগ করা হয়েছে । পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার হওয়ার জন্য এক একটি বায়ুচাপ অঞ্চল পৃথিবীপৃষ্ঠকে এক একটি ‘রিং’ বা ‘বলয়ের মতো’ ঘিরে আছে তাই এদের বায়ুচাপ বলয়ও বলে । অর্থাৎ পৃথিবীতে নির্দিষ্ট সাতটি বায়ুচাপ বলয় আছে । এই ৭টি বায়ুচাপ বলয়ের মধ্যে ৪টি স্থায়ী উচ্চচাপ বলয় রয়েছে, এবং ৩টি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে ।
৪টি স্থায়ী উচ্চচাপ বলয় হল :- [২] কর্কটীয় উচ্চচাপ বলয়, [৩] মকরীয় উচ্চচাপ বলয়, [৬] সুমেরু উচ্চচাপ বলয়, ও [৭] কুমেরু উচ্চচাপ বলয় ।
আর ৩টি স্থায়ী নিম্নচাপ বলয় হল:- [১] নিরক্ষীয় নিম্নচাপ বলয়, [৪] সমেরু বৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় এবং [৫] কুমেরু বৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় ।