India Languages, asked by ojaswi5185, 8 months ago

বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা?কথা টি কি

Answers

Answered by Nikitarimpa
24

Answer: বিকেলে চায়ের টেবিল তপনের লেখা গল্প ছাপানো কথা ওঠে।

Explanation:

Answered by Manjula29
0

'জ্ঞানচক্ষু'গল্প টি  আশাপূর্ণা দেবীর লেখা , এই গল্পের প্রধান চরিত্র হল  তপন, আর এখানে তপনের জীবনের কথা বলা হয়েছে । তপনের নতুন মেসোমশায় একজন লেখক ।তিনি তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' নামক এক পত্রিকায়ে ছাপানোর ব্যবস্থা করে দিয়েছিলেন  । পত্রিকায়ে নিজের লেখা গল্প ছেপে বের হওয়ার কথা শুনে তপনের মন  আনন্দে আত্মহারা হয়েছিল ।তপনের মা তাকে পত্রিকাতে ছাপা গল্প টি সবাইকে পরে শোনাতে বললেন,  তপন নিজের লেখা গল্পটি পড়ে সবাইকে শোনাতে গিয়েছিল । কিন্তু গল্পটি পড়তে গিয়ে সে দেখে যে, নতুন মেসো গল্পটা কারেকশান করার নামে সম্পূর্ণ নতুন করে লিখে দিয়েছেন । এই পরিবর্তনটা তপন কিছুতেই মেনে নিতে পারে নি । তার জীবনের প্রথম লেখা গল্প সম্পূর্ণ পরিবর্তিত রূপে প্রকাশিত হোক এটা সে কখনো চায় নি । এর জন্য সে ভীষণ দুঃখ পেয়েছিল।

Similar questions