Geography, asked by ujankarmakar2019, 10 months ago

ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে।যুক্তিসহ ব্যাখ্যা দাও​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
6

<div style="color: #FFFFFF; font: normal 18px arial, sans-serif; background-color: #347c17; border: #ff0000 4px solid; width: 70%; margin: 0 auto; padding: 4px 5px 3px 5px; -moz-border-radius: 17px; -webkit-border-radius: 17px; border-radius: 17px; -moz-box-shadow: 5px 5px 5px rgba(0, 0, 0, 0.20); -webkit-box-shadow: 5px 5px 5px rgba(0, 0, 0, 0.20); box-shadow: 5px 5px 5px rgba(0, 0, 0, 0.20)"><marquee scrolldelay="250"><b><u>✌Hello ❤GOOD MORNING ❤</u> </b></marquee>

<p style="color:cyan;font-family:cursive;background:black;font size:40px;">Answer:-ভারতের সংসদে জল সংকট নিয়ে আলোচনা হয়েছে৷ তাতে অংশ নিয়েছে সবকটি রাজনৈতিক দল৷ আসন্ন ভয়ঙ্কর পরিস্থিতির আঁচ করে সমস্যার সমাধানে সরকারকে অবিলম্বে উদোগী হওয়ার আর্জি জানিয়েছে সব দলের নেতা-‌নেত্রী৷ সরকার জানিয়েছে, তারা চিন্তিত৷ সমস্যার মোকাবিলায় একগুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে৷ আগামী কয়েক বছরে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হতে পারে৷ এক্ষেত্রে প্রাথমিকভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমানো, সর্বস্তরে জলের অপচয় বন্ধ করা, বৃষ্টির জল সংরক্ষণ করা, জলাধার নির্মাণ করা ইত্যাদির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে৷ সংসদের অপর কক্ষ লোকসভাতেও বিভিন্ন দলের সাংসদরা অনবরত জল সংকটের মারাত্মক পরিস্থিতির আশঙ্কা করে ক্রমাগত সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন৷</p>

Similar questions