World Languages, asked by sumanachatterjee, 8 months ago

অনুক্ত কর্তা বলতে কি বোঝ​

Answers

Answered by mantraadhikary59
23

Answer:

কৰ্মবাচ্য বা ভাববাচ্যেৱ কৰ্তা প্রধানভাবে উক্ত হয় না বলে তাকে অনুক্ত কৰ্তা বলে।।

Answered by amikkr
1

অনুক্ত কর্তা বলতে যা বুঝি তা হল-

  • যদি আক্ষরিক অর্থ ধরা হয় সেক্ষেত্রে অনুক্ত কথার অক্ষরগত অর্থ হল 'নয় উক্ত', বা, 'যা বলা হয়নি'।
  • কর্মবাচ্য ও ভাববাচ্যের ক্ষেত্রে কর্তা কখনই বাক্যের মধ্যে প্রাধান্য পায় না। এই দুই বাচ্যে কর্তা যেহেতু কর্তা রূপে ব্যবহৃত বা প্রকাশিত হয় না, তাই এই দুই কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। অনুক্ত কর্তা সর্বদা বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গ যুক্ত হয়ে থাকে।
  • উদাহরণ - তোমার যাওয়া হবে না। -- এই বাক্যটিতে প্রকৃত কর্তা হল- 'তুমি'। কিন্তু বাক্যটি ভাববাচ্যে আছে তাই কর্তা 'তুমি'-কে প্রত্যক্ষ ভাবে কর্তা বলে ধরা হচ্ছে না। তাই এটি একটি অনুক্ত কর্তা।
  • #SPJ3
Similar questions