উদ্যোগ
১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানী
বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে।
দেওয়ানী সক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের
দায়িত্ব আলাদা করা হয়।
প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন।
Answers
Answered by
19
Answer - Answer:
পাতা
দেওয়ানী বিচার প্রশাসন (১৭৮১-৯০)
দেওয়ানী বিচার প্রশাসন (১৭৮১-৯০)বিচারকজনাব হেস্কেলের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করলেও তার মূল পদবী ও মূল কর্তব্য ছিল একজন দেওয়ানি আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করা। তবে তার কর্তব্যের এই ক্ষেত্রটা সম্পর্কে স্বাভাবিকভাবেই ইতিহাসবিদদের আগ্রহ একটু কম ছিল।৯৬
Answered by
4
Answer:
প্রশাসন অন্যান্য উদ্যোগ
Similar questions